Friday, October 17, 2014

Sunday, October 12, 2014

আমার মা (ভাগ - ২)


চির বসন্ত

             চির বসন্ত

           মানব রায়

       তুমি আসবে বলে
      গাঁথি ফুলের মালা
    তুমি আমার প্রান সখা 
     তুমিই আমার কালা।
      যত রঙের স্বপ্ন গুলো 
   মন জুড়ে করে শুধু খেলা
   তোমায় নিয়ে যাব আমি
       চির বসন্তের মেলা।

মনের আশা


Saturday, October 11, 2014

অচেনা খুশি

                                                               

অচেনা খুশি

    মানব রায়
এই    প্রথম   তোমায়  আরও

অনেক   কাছেতে      পাওয়া,

এক  অজানা অচেনা খুশিতে

মন   আমার   ভরে   যাওয়া।

মনে  হয়  যেন   স্বপ্ন  আমার

দেখা  সফল হল বুঝি  আজ,

                                     বিভোর   হয়ে  দেখছি   তোমায়

                                     ভুলেছি  সব ভুলেছি নিজ কাজ।























Friday, October 10, 2014

আমার কবিতা লেখা

আমার কবিতা লেখা

    মানব রায়
লিখব  বলে  লিখতে  বসি
নিয়ে  হাতে  কলম  খাতা
কি   লিখব খুঁজে  না পাই
বসে  লিখছি  মুন্ডু  মাথা।
বসাই  আমার  সার হল
সময়   যে    গেল  বৃথা
ভেবে  ভেবে   হাল  ছেরেছি
হল  যে   মথা   ব্যাথা।
ঘটেতে  নেই  ভাষা কিছু
তাতে বুদ্ধিটা আমার যাতা
কবিগিরি   ঢের   হয়েছে
কেবল টানি খাতার পাতা।
আপন  মনে থাকি  যখন
তখন ভাবি কত গল্প কথা
লেখার সময় গোল পাকিয়ে
হারিয়ে ফেলি মাথার ছাতা।
ঘুমের ঘোরে কবিতা লিখি
বৃথাই  ছিড়ি শিতের কাথা
লিখব  বলে  লিখতে  বসি
নিয়ে  হাতে  কলম  খাতা।

প্রেম নিবেদন

           প্রেম নিবেদন

 আমার আঁকা ছবিঃ-
              মানব রায়

তোমাকেই ভালবাসি

      তোমাকেই ভালবাসি 

              মানব রায়
   তোমাকেই ভালো যে বসেছি
ওগো প্রীয়তমা শুধু গো আমার
   এ লগন যায় বয়ে চলে যায়
 শুধু  এ লগন ভালো বাসিবার।
  উদাস করা মনের নিঝুম ক্ষণে
  মলয় বাতাস বহে দখিন হতে
তোমার আভাস বুঝি এলো প্রানে
আনলে জোঁয়ার আজি নব প্রাতে।

x

ভালবাসার খাম


আমার মা


Thursday, October 9, 2014

তোমায় মনে পড়ে


আপন করে রাখবো তোমায়


নাবলা কথা


মনে পড়ে সেদিন

মনে পড়ে সেদিনের
সেই সন্ধ্যা বেলায়
তুমি আমি পাশাপাশি
হাতে হাত রেখে দুজনায়।
ভেসেছিলাম স্বপ্নের ভেলায়
কত কথা কত গান
আজো বাজে কানে কানে
সেদিনের মধূর তান।
মনে পড়ে সেদিন
ছল ছল চোঁখের তারায়
গভীর নিঃস্বাসের সাথে
না বলা কথা কত উৎকন্ঠায়।
সজোরে জড়িয়ে ধরেছিলে
আমার দেহটিরে
বলেছিলে প্রিয় শোন মোর কথা
স্বপ্ন আমার তোমায় ঘিড়ে,
দিওনা আমায় ব্যাথা।
 মানব

একটি অতি সাধারন প্রথম প্রেমের কবিতা

**একটি অতি সাধারন প্রথম প্রেমের কবিতা**

হয়তো তুমি তখন একুশ কি বাইশ
আমার বয়স তখন ছাব্বিশ।
কলেজ মোরে প্রথম দেখা
দুচোখ ছিল কাজল দিয়ে আঁকা।
তাকিয়ে ছিলে মুচকি হেসে
খুশিতে জোঁয়ারে গিয়েছিলাম ভেসে।
পরনে ছিল নীল চুরিদার
ওড়না খানি ছিল রং বাহার।
কালো কেশে বিনুনি করে ক্লিপ দিয়ে আটা
চরনে ছিল হওয়াই,লাগছিল বেশ সাদামাটা।
পাশ কাটিয়ে চলে গেলে,বললে নাকো কথা
প্রথম দিনের দেখায় পাইনি মনে ব্যাথা।
বোবর মত কলেজ মোরে রোজ দারিয়ে থাকা
দৃষ্টি বিনিময় ছাড়া হত না কোনো কথা।
এক দিন বললে শেষে,রোজ দারিয়ে কেন হেথা
আমার জন্য ভাবনা তোমার সোলোআনাই বৃথা।
মুখের কথা মুখেই গেল রয়ে
কারন বলে আগামি মাসে বিয়ে।
বড় দেরি করে করেছো কিছু বলবে আমায়?
ভালবাসার কথা বলতে এত দেরি কেন হয় ?
নামটি তোমার লিখে নিও খামের উপরে
ভূল কোরোনা আসতে যেন বিয়ের আসরে।
                              মানব

হয়তো তুমি




হয়তো তুমি ফিরবে না আর আমার জীবনে
আমায় ছেরে চলে গেলে জানিনা কি কারনে।
মন আমার উদাস করে শুন্য দিয়ে ভরে গেলে
জনিনা আমায় কাদিঁয়ে কি সুখ তুমি পেলে।
স্বপ্ন যত এঁকে ছিলাম তোমায় আমায় ঘিড়ে
দমকা হাওয়ায় হারিয়ে গেল কত কষ্টের ভীরে।
                             মানব

তুমি আসে বলে


ফাগুনের রং


মুক্তর চেয়ে দামী


আমার আঁকা ছবি ও কবিতা


স্বপ্ন


নিঃশব্দ

কাটেনা যেন মধুর এই স্বপ্নের বন্ধন
,,,,,,নিঃশব্দ আধারে রাত্রি জাগরনে
,,,,,,কাটেনা সময় যেন ক্ষনিকের তরে,,,
,মন ভেসে যায় লয়ে দখিণ সমিরনে,,,,,
,আখি পল্লবে যেন নিদ্রা নাহি আসে,,,,
,বারে বারে খুজিয়া ফেরে চাঁদ মুখ খানি,,
,গহীন এই মনে ঘোর যেন কাটেনা,,,,,
,শুধু মনে পড়ে শব্দহীন মধুর বানী।।। 

নীল আকাশ


শুধু তোমাকেই চাই


উদাসী হাওয়া



এই উদাসী হাওয়ায় 
মন ছুটে যায়
জানিনা কি আছে
ঐ দূর সীমানায়।
হয়তো পাখির গানে
হারাবো পথের দিশা
বদলাবে মনের রং
কাটবে ঘুমের নেশা।
যেন খুজে পাব সেই
না পাওয়া সব কিছু
হারায়েছি ধীরে ধীরে
কখোনো যা ছারেনি পিছু।

রাত্রী বেলা

রাত্রী বেলা
দিনের শেষে আঁধার হলো
পাখিরা সব বাসায় গেলো,
চন্দ্র যখন উঠলো হেসে
রাত জাগারা বেড়ায় ভেসে,
লক্ষ তারার মধ্যিখানে
কেবল সুখ তারাটা মন টানে,
বইছে হাওয়া দখিন দিকে
টুকরো মেঘে চাঁদের আলো করলো ফিকে,
বনের মাঝে হুক্কাহুয়া
ডাকলো বুঝি ঐ শিয়াল ভায়া,
ঘূমের ঘোরে উঠলো কেঁদে
ভয় পেয়ে ঐ দুষ্টু খুঁদে,
রাত দুপুরে খোলা হাওয়ায়
কাঁপন জাগায় শিতের ছোওয়ায়,
ভোরের বেলায় ঘুম ভেঙে যায়
স্বপ্নে ভেজা দুচোঁখে চায়,
অলস ভরা তন্দ্রা চোঁখে
অজানা কোন স্বপ্নলোকে,
অবশেষে সকাল বেলায়
সূর্য্যি মামা আকাশে ছায়,,,,
মানব/২৫/০১/২০১৩

দিন বদল

দিন বদল
ভাবছো তুমি আমার কথা
সে ভরসা আজ মিছে
আমায় তুমি ভুলেই গেছো
দিন বদলের পিছে,,

নতুন করে ভাবছো বুঝি
নতুন ভালবাসা
আমার মনে এনে দিল
সকল দুরাশা,,

তোমার কথা মনে পড়ে
মনে লাগে ব্যাথা
পুরানো দিনের অনেক কথা
আজও বুকে গাথা,,

নতুন করে কারও কথা
ভাবতে লাগে ভয়
মনটা আমি কাকে দেবো
কি করে বা হয় ?

মানব/২৭/০১/২০১৩

আজ তুমি বহুদূরে


তোমার অপেক্ষায়


আমি ভাল আছি


ভালবাসা


তোমার কথা


অবুঝ মন


শুভরাত্রি


পথ চলা


পুরনো স্মৃতি


শুণ্যতা


প্রনয়ী


বাদল

আজ সকাল হতে বাদল ধারায়
মৃদু হাওয়ায় ভরিয়ে দিয়ে মন,
বাদলের এই আলতো ছোয়ায়
মনটা শুধু  খোঁজে আপনজন।
থাকতে যদি আমার পাশে
জানলা খুলে আকাশ পানে চেয়ে,
কেমন করে অঝোর ধারায়
বাদল ঝরে গাছের পাতা বেয়ে।
কেমন করে দুটি শালিক পাখি
বৃষ্টি ভিজে বসে গাছের ডালে,
আনমনেতে ডাকত থাকে
ঝরঝরিয়ে মেঘের তালে তালে।

ইচ্ছা

ইচ্ছা করে তোমায় নিয়ে
দূরে কোথাও যাই,
ঘড় ছাড়া ঐ বাঁধন হারা
প্রেমের বৈঠা বাই।

ইচ্ছা করে পাখি হয়ে
আকাশ পানে ধাই,
যেথায় রব তুমি আমি
আর তো কেহ নাই।

এমনি করে সারাজীবন
তোমায় যেন পাই,
থাকবো মোরা সুখে দূঃখে
আর কিছু না চাই।।
     ০০মানব০০