আজ সকাল হতে বাদল ধারায়
মৃদু হাওয়ায় ভরিয়ে দিয়ে মন,
বাদলের এই আলতো ছোয়ায়
মনটা শুধু খোঁজে আপনজন।
থাকতে যদি আমার পাশে
জানলা খুলে আকাশ পানে চেয়ে,
কেমন করে অঝোর ধারায়
বাদল ঝরে গাছের পাতা বেয়ে।
কেমন করে দুটি শালিক পাখি
বৃষ্টি ভিজে বসে গাছের ডালে,
আনমনেতে ডাকত থাকে
ঝরঝরিয়ে মেঘের তালে তালে।
মৃদু হাওয়ায় ভরিয়ে দিয়ে মন,
বাদলের এই আলতো ছোয়ায়
মনটা শুধু খোঁজে আপনজন।
থাকতে যদি আমার পাশে
জানলা খুলে আকাশ পানে চেয়ে,
কেমন করে অঝোর ধারায়
বাদল ঝরে গাছের পাতা বেয়ে।
কেমন করে দুটি শালিক পাখি
বৃষ্টি ভিজে বসে গাছের ডালে,
আনমনেতে ডাকত থাকে
ঝরঝরিয়ে মেঘের তালে তালে।
No comments:
Post a Comment