Friday, October 10, 2014

আমার কবিতা লেখা

আমার কবিতা লেখা

    মানব রায়
লিখব  বলে  লিখতে  বসি
নিয়ে  হাতে  কলম  খাতা
কি   লিখব খুঁজে  না পাই
বসে  লিখছি  মুন্ডু  মাথা।
বসাই  আমার  সার হল
সময়   যে    গেল  বৃথা
ভেবে  ভেবে   হাল  ছেরেছি
হল  যে   মথা   ব্যাথা।
ঘটেতে  নেই  ভাষা কিছু
তাতে বুদ্ধিটা আমার যাতা
কবিগিরি   ঢের   হয়েছে
কেবল টানি খাতার পাতা।
আপন  মনে থাকি  যখন
তখন ভাবি কত গল্প কথা
লেখার সময় গোল পাকিয়ে
হারিয়ে ফেলি মাথার ছাতা।
ঘুমের ঘোরে কবিতা লিখি
বৃথাই  ছিড়ি শিতের কাথা
লিখব  বলে  লিখতে  বসি
নিয়ে  হাতে  কলম  খাতা।

No comments:

Post a Comment