Thursday, October 9, 2014

ইচ্ছা

ইচ্ছা করে তোমায় নিয়ে
দূরে কোথাও যাই,
ঘড় ছাড়া ঐ বাঁধন হারা
প্রেমের বৈঠা বাই।

ইচ্ছা করে পাখি হয়ে
আকাশ পানে ধাই,
যেথায় রব তুমি আমি
আর তো কেহ নাই।

এমনি করে সারাজীবন
তোমায় যেন পাই,
থাকবো মোরা সুখে দূঃখে
আর কিছু না চাই।।
     ০০মানব০০

No comments:

Post a Comment