Friday, October 10, 2014

তোমাকেই ভালবাসি

      তোমাকেই ভালবাসি 

              মানব রায়
   তোমাকেই ভালো যে বসেছি
ওগো প্রীয়তমা শুধু গো আমার
   এ লগন যায় বয়ে চলে যায়
 শুধু  এ লগন ভালো বাসিবার।
  উদাস করা মনের নিঝুম ক্ষণে
  মলয় বাতাস বহে দখিন হতে
তোমার আভাস বুঝি এলো প্রানে
আনলে জোঁয়ার আজি নব প্রাতে।

x

2 comments: