Thursday, October 9, 2014

একটি অতি সাধারন প্রথম প্রেমের কবিতা

**একটি অতি সাধারন প্রথম প্রেমের কবিতা**

হয়তো তুমি তখন একুশ কি বাইশ
আমার বয়স তখন ছাব্বিশ।
কলেজ মোরে প্রথম দেখা
দুচোখ ছিল কাজল দিয়ে আঁকা।
তাকিয়ে ছিলে মুচকি হেসে
খুশিতে জোঁয়ারে গিয়েছিলাম ভেসে।
পরনে ছিল নীল চুরিদার
ওড়না খানি ছিল রং বাহার।
কালো কেশে বিনুনি করে ক্লিপ দিয়ে আটা
চরনে ছিল হওয়াই,লাগছিল বেশ সাদামাটা।
পাশ কাটিয়ে চলে গেলে,বললে নাকো কথা
প্রথম দিনের দেখায় পাইনি মনে ব্যাথা।
বোবর মত কলেজ মোরে রোজ দারিয়ে থাকা
দৃষ্টি বিনিময় ছাড়া হত না কোনো কথা।
এক দিন বললে শেষে,রোজ দারিয়ে কেন হেথা
আমার জন্য ভাবনা তোমার সোলোআনাই বৃথা।
মুখের কথা মুখেই গেল রয়ে
কারন বলে আগামি মাসে বিয়ে।
বড় দেরি করে করেছো কিছু বলবে আমায়?
ভালবাসার কথা বলতে এত দেরি কেন হয় ?
নামটি তোমার লিখে নিও খামের উপরে
ভূল কোরোনা আসতে যেন বিয়ের আসরে।
                              মানব

No comments:

Post a Comment