কাটেনা যেন মধুর এই স্বপ্নের বন্ধন
,,,,,,নিঃশব্দ আধারে রাত্রি জাগরনে
,,,,,,কাটেনা সময় যেন ক্ষনিকের তরে,,,
,মন ভেসে যায় লয়ে দখিণ সমিরনে,,,,,
,আখি পল্লবে যেন নিদ্রা নাহি আসে,,,,
,বারে বারে খুজিয়া ফেরে চাঁদ মুখ খানি,,
,গহীন এই মনে ঘোর যেন কাটেনা,,,,,
,শুধু মনে পড়ে শব্দহীন মধুর বানী।।।
No comments:
Post a Comment