দিন বদল
ভাবছো তুমি আমার কথা
সে ভরসা আজ মিছে
আমায় তুমি ভুলেই গেছো
দিন বদলের পিছে,,
নতুন করে ভাবছো বুঝি
নতুন ভালবাসা
আমার মনে এনে দিল
সকল দুরাশা,,
তোমার কথা মনে পড়ে
মনে লাগে ব্যাথা
পুরানো দিনের অনেক কথা
আজও বুকে গাথা,,
নতুন করে কারও কথা
ভাবতে লাগে ভয়
মনটা আমি কাকে দেবো
কি করে বা হয় ?
মানব/২৭/০১/২০১৩
No comments:
Post a Comment