রাত্রী বেলা
দিনের শেষে আঁধার হলো
পাখিরা সব বাসায় গেলো,
চন্দ্র যখন উঠলো হেসে
রাত জাগারা বেড়ায় ভেসে,
লক্ষ তারার মধ্যিখানে
কেবল সুখ তারাটা মন টানে,
বইছে হাওয়া দখিন দিকে
টুকরো মেঘে চাঁদের আলো করলো ফিকে,
বনের মাঝে হুক্কাহুয়া
ডাকলো বুঝি ঐ শিয়াল ভায়া,
ঘূমের ঘোরে উঠলো কেঁদে
ভয় পেয়ে ঐ দুষ্টু খুঁদে,
রাত দুপুরে খোলা হাওয়ায়
কাঁপন জাগায় শিতের ছোওয়ায়,
ভোরের বেলায় ঘুম ভেঙে যায়
স্বপ্নে ভেজা দুচোঁখে চায়,
অলস ভরা তন্দ্রা চোঁখে
অজানা কোন স্বপ্নলোকে,
অবশেষে সকাল বেলায়
সূর্য্যি মামা আকাশে ছায়,,,,
দিনের শেষে আঁধার হলো
পাখিরা সব বাসায় গেলো,
চন্দ্র যখন উঠলো হেসে
রাত জাগারা বেড়ায় ভেসে,
লক্ষ তারার মধ্যিখানে
কেবল সুখ তারাটা মন টানে,
বইছে হাওয়া দখিন দিকে
টুকরো মেঘে চাঁদের আলো করলো ফিকে,
বনের মাঝে হুক্কাহুয়া
ডাকলো বুঝি ঐ শিয়াল ভায়া,
ঘূমের ঘোরে উঠলো কেঁদে
ভয় পেয়ে ঐ দুষ্টু খুঁদে,
রাত দুপুরে খোলা হাওয়ায়
কাঁপন জাগায় শিতের ছোওয়ায়,
ভোরের বেলায় ঘুম ভেঙে যায়
স্বপ্নে ভেজা দুচোঁখে চায়,
অলস ভরা তন্দ্রা চোঁখে
অজানা কোন স্বপ্নলোকে,
অবশেষে সকাল বেলায়
সূর্য্যি মামা আকাশে ছায়,,,,
No comments:
Post a Comment