Thursday, October 9, 2014

মনে পড়ে সেদিন

মনে পড়ে সেদিনের
সেই সন্ধ্যা বেলায়
তুমি আমি পাশাপাশি
হাতে হাত রেখে দুজনায়।
ভেসেছিলাম স্বপ্নের ভেলায়
কত কথা কত গান
আজো বাজে কানে কানে
সেদিনের মধূর তান।
মনে পড়ে সেদিন
ছল ছল চোঁখের তারায়
গভীর নিঃস্বাসের সাথে
না বলা কথা কত উৎকন্ঠায়।
সজোরে জড়িয়ে ধরেছিলে
আমার দেহটিরে
বলেছিলে প্রিয় শোন মোর কথা
স্বপ্ন আমার তোমায় ঘিড়ে,
দিওনা আমায় ব্যাথা।
 মানব

No comments:

Post a Comment