আমার লেখা কবিতা গুলো খুবই সামান্য মানের তবুও সবার সাথে শেয়ার করলাম,ভাল লাগলে কমেন্টস্ করবেন।
Thursday, October 9, 2014
হয়তো তুমি
হয়তো তুমি ফিরবে না আর আমার জীবনে আমায় ছেরে চলে গেলে জানিনা কি কারনে। মন আমার উদাস করে শুন্য দিয়ে ভরে গেলে জনিনা আমায় কাদিঁয়ে কি সুখ তুমি পেলে। স্বপ্ন যত এঁকে ছিলাম তোমায় আমায় ঘিড়ে দমকা হাওয়ায় হারিয়ে গেল কত কষ্টের ভীরে। মানব
No comments:
Post a Comment