আমার লেখা কবিতা গুলো খুবই সামান্য মানের তবুও সবার সাথে শেয়ার করলাম,ভাল লাগলে কমেন্টস্ করবেন।
Friday, October 24, 2014
Saturday, October 18, 2014
Friday, October 17, 2014
Tuesday, October 14, 2014
Sunday, October 12, 2014
Saturday, October 11, 2014
Friday, October 10, 2014
আমার কবিতা লেখা
আমার কবিতা লেখা
মানব রায়
লিখব বলে লিখতে বসি
নিয়ে হাতে কলম খাতা
কি লিখব খুঁজে না পাই
বসে লিখছি মুন্ডু মাথা।
বসাই আমার সার হল
সময় যে গেল বৃথা
ভেবে ভেবে হাল ছেরেছি
হল যে মথা ব্যাথা।
ঘটেতে নেই ভাষা কিছু
তাতে বুদ্ধিটা আমার যাতা
কবিগিরি ঢের হয়েছে
কেবল টানি খাতার পাতা।
আপন মনে থাকি যখন
তখন ভাবি কত গল্প কথা
লেখার সময় গোল পাকিয়ে
হারিয়ে ফেলি মাথার ছাতা।
ঘুমের ঘোরে কবিতা লিখি
বৃথাই ছিড়ি শিতের কাথা
লিখব বলে লিখতে বসি
নিয়ে হাতে কলম খাতা।
Thursday, October 9, 2014
মনে পড়ে সেদিন
মনে পড়ে সেদিনের
সেই সন্ধ্যা বেলায়
তুমি আমি পাশাপাশি
হাতে হাত রেখে দুজনায়।
ভেসেছিলাম স্বপ্নের ভেলায়
কত কথা কত গান
আজো বাজে কানে কানে
সেদিনের মধূর তান।
মনে পড়ে সেদিন
ছল ছল চোঁখের তারায়
গভীর নিঃস্বাসের সাথে
না বলা কথা কত উৎকন্ঠায়।
সজোরে জড়িয়ে ধরেছিলে
আমার দেহটিরে
বলেছিলে প্রিয় শোন মোর কথা
স্বপ্ন আমার তোমায় ঘিড়ে,
দিওনা আমায় ব্যাথা।
মানবসেই সন্ধ্যা বেলায়
তুমি আমি পাশাপাশি
হাতে হাত রেখে দুজনায়।
ভেসেছিলাম স্বপ্নের ভেলায়
কত কথা কত গান
আজো বাজে কানে কানে
সেদিনের মধূর তান।
মনে পড়ে সেদিন
ছল ছল চোঁখের তারায়
গভীর নিঃস্বাসের সাথে
না বলা কথা কত উৎকন্ঠায়।
সজোরে জড়িয়ে ধরেছিলে
আমার দেহটিরে
বলেছিলে প্রিয় শোন মোর কথা
স্বপ্ন আমার তোমায় ঘিড়ে,
দিওনা আমায় ব্যাথা।
একটি অতি সাধারন প্রথম প্রেমের কবিতা
**একটি অতি সাধারন প্রথম প্রেমের কবিতা**
হয়তো তুমি তখন একুশ কি বাইশ
আমার বয়স তখন ছাব্বিশ।
কলেজ মোরে প্রথম দেখা
দুচোখ ছিল কাজল দিয়ে আঁকা।
তাকিয়ে ছিলে মুচকি হেসে
খুশিতে জোঁয়ারে গিয়েছিলাম ভেসে।
পরনে ছিল নীল চুরিদার
ওড়না খানি ছিল রং বাহার।
কালো কেশে বিনুনি করে ক্লিপ দিয়ে আটা
চরনে ছিল হওয়াই,লাগছিল বেশ সাদামাটা।
পাশ কাটিয়ে চলে গেলে,বললে নাকো কথা
প্রথম দিনের দেখায় পাইনি মনে ব্যাথা।
বোবর মত কলেজ মোরে রোজ দারিয়ে থাকা
দৃষ্টি বিনিময় ছাড়া হত না কোনো কথা।
এক দিন বললে শেষে,রোজ দারিয়ে কেন হেথা
আমার জন্য ভাবনা তোমার সোলোআনাই বৃথা।
মুখের কথা মুখেই গেল রয়ে
কারন বলে আগামি মাসে বিয়ে।
বড় দেরি করে করেছো কিছু বলবে আমায়?
ভালবাসার কথা বলতে এত দেরি কেন হয় ?
নামটি তোমার লিখে নিও খামের উপরে
ভূল কোরোনা আসতে যেন বিয়ের আসরে।
মানবহয়তো তুমি তখন একুশ কি বাইশ
আমার বয়স তখন ছাব্বিশ।
কলেজ মোরে প্রথম দেখা
দুচোখ ছিল কাজল দিয়ে আঁকা।
তাকিয়ে ছিলে মুচকি হেসে
খুশিতে জোঁয়ারে গিয়েছিলাম ভেসে।
পরনে ছিল নীল চুরিদার
ওড়না খানি ছিল রং বাহার।
কালো কেশে বিনুনি করে ক্লিপ দিয়ে আটা
চরনে ছিল হওয়াই,লাগছিল বেশ সাদামাটা।
পাশ কাটিয়ে চলে গেলে,বললে নাকো কথা
প্রথম দিনের দেখায় পাইনি মনে ব্যাথা।
বোবর মত কলেজ মোরে রোজ দারিয়ে থাকা
দৃষ্টি বিনিময় ছাড়া হত না কোনো কথা।
এক দিন বললে শেষে,রোজ দারিয়ে কেন হেথা
আমার জন্য ভাবনা তোমার সোলোআনাই বৃথা।
মুখের কথা মুখেই গেল রয়ে
কারন বলে আগামি মাসে বিয়ে।
বড় দেরি করে করেছো কিছু বলবে আমায়?
ভালবাসার কথা বলতে এত দেরি কেন হয় ?
নামটি তোমার লিখে নিও খামের উপরে
ভূল কোরোনা আসতে যেন বিয়ের আসরে।
রাত্রী বেলা
রাত্রী বেলা
দিনের শেষে আঁধার হলো
পাখিরা সব বাসায় গেলো,
চন্দ্র যখন উঠলো হেসে
রাত জাগারা বেড়ায় ভেসে,
লক্ষ তারার মধ্যিখানে
কেবল সুখ তারাটা মন টানে,
বইছে হাওয়া দখিন দিকে
টুকরো মেঘে চাঁদের আলো করলো ফিকে,
বনের মাঝে হুক্কাহুয়া
ডাকলো বুঝি ঐ শিয়াল ভায়া,
ঘূমের ঘোরে উঠলো কেঁদে
ভয় পেয়ে ঐ দুষ্টু খুঁদে,
রাত দুপুরে খোলা হাওয়ায়
কাঁপন জাগায় শিতের ছোওয়ায়,
ভোরের বেলায় ঘুম ভেঙে যায়
স্বপ্নে ভেজা দুচোঁখে চায়,
অলস ভরা তন্দ্রা চোঁখে
অজানা কোন স্বপ্নলোকে,
অবশেষে সকাল বেলায়
সূর্য্যি মামা আকাশে ছায়,,,,
দিনের শেষে আঁধার হলো
পাখিরা সব বাসায় গেলো,
চন্দ্র যখন উঠলো হেসে
রাত জাগারা বেড়ায় ভেসে,
লক্ষ তারার মধ্যিখানে
কেবল সুখ তারাটা মন টানে,
বইছে হাওয়া দখিন দিকে
টুকরো মেঘে চাঁদের আলো করলো ফিকে,
বনের মাঝে হুক্কাহুয়া
ডাকলো বুঝি ঐ শিয়াল ভায়া,
ঘূমের ঘোরে উঠলো কেঁদে
ভয় পেয়ে ঐ দুষ্টু খুঁদে,
রাত দুপুরে খোলা হাওয়ায়
কাঁপন জাগায় শিতের ছোওয়ায়,
ভোরের বেলায় ঘুম ভেঙে যায়
স্বপ্নে ভেজা দুচোঁখে চায়,
অলস ভরা তন্দ্রা চোঁখে
অজানা কোন স্বপ্নলোকে,
অবশেষে সকাল বেলায়
সূর্য্যি মামা আকাশে ছায়,,,,
বাদল
আজ সকাল হতে বাদল ধারায়
মৃদু হাওয়ায় ভরিয়ে দিয়ে মন,
বাদলের এই আলতো ছোয়ায়
মনটা শুধু খোঁজে আপনজন।
থাকতে যদি আমার পাশে
জানলা খুলে আকাশ পানে চেয়ে,
কেমন করে অঝোর ধারায়
বাদল ঝরে গাছের পাতা বেয়ে।
কেমন করে দুটি শালিক পাখি
বৃষ্টি ভিজে বসে গাছের ডালে,
আনমনেতে ডাকত থাকে
ঝরঝরিয়ে মেঘের তালে তালে।
মৃদু হাওয়ায় ভরিয়ে দিয়ে মন,
বাদলের এই আলতো ছোয়ায়
মনটা শুধু খোঁজে আপনজন।
থাকতে যদি আমার পাশে
জানলা খুলে আকাশ পানে চেয়ে,
কেমন করে অঝোর ধারায়
বাদল ঝরে গাছের পাতা বেয়ে।
কেমন করে দুটি শালিক পাখি
বৃষ্টি ভিজে বসে গাছের ডালে,
আনমনেতে ডাকত থাকে
ঝরঝরিয়ে মেঘের তালে তালে।
ইচ্ছা
ইচ্ছা করে তোমায় নিয়ে
দূরে কোথাও যাই,
ঘড় ছাড়া ঐ বাঁধন হারা
প্রেমের বৈঠা বাই।
ইচ্ছা করে পাখি হয়ে
আকাশ পানে ধাই,
যেথায় রব তুমি আমি
আর তো কেহ নাই।
এমনি করে সারাজীবন
তোমায় যেন পাই,
থাকবো মোরা সুখে দূঃখে
আর কিছু না চাই।।
০০মানব০০
দূরে কোথাও যাই,
ঘড় ছাড়া ঐ বাঁধন হারা
প্রেমের বৈঠা বাই।
ইচ্ছা করে পাখি হয়ে
আকাশ পানে ধাই,
যেথায় রব তুমি আমি
আর তো কেহ নাই।
এমনি করে সারাজীবন
তোমায় যেন পাই,
থাকবো মোরা সুখে দূঃখে
আর কিছু না চাই।।
০০মানব০০
Subscribe to:
Posts (Atom)